এই মানবজনমে কি সকলি নিস্ফল,
একি শুধুই অভিশপ্ত প্রেতের পিপাসা,
শুধু হৃদয়ের গভীরে দুর্বল দুরাশা নিয়ে,
সাধের বস্তু শুধু পেতে চাই, আর চাই।
চির বুভূক্ষা নিয়ে প্রতি পলে, প্রতি ক্ষণে,
শুধু আকাঙ্খার আগুনে পুড়ে হই ছাই,
তবুও মহত্বের আশা নিয়ে ডুবে আছি
জড়ত্বের তলে, আছে শুধু জাগ্রত হৃদয়।
তবুও প্রাণে চেতনার নিবিড়তা কেন
আমার চঞ্চল হয়ে ওঠে প্রতিক্ষণে,
কোন সে লোক থেকে আসে অদৃশ্য সংকেত,
কোন সে কথা, যে কথা দেহের অতীত।
রাত্রিদিনের যাত্রা আজ শুধু পথ চলা,
জানিনা, পথ চলাতেই কি এই পথের শেষ,
ভিড়ের কলরব আর করুন বিস্মৃতি,
সত্য আজ তবে সুপ্ত আছে কোনখানে ?
সামনে তাকিয়ে আজ চোখ মেলে দেখি,
গোচর অগোচরের এক বিশ্বপট আঁকা,
নির্মীমেষ নয়নে শুধুই দেখার জাল বোনা,
অভাগার স্বপ্ন, স্বপ্নেই শেষ হয় তার রেশ।
উষার আলো, ফুলের প্রকাশ আজ নেই,
জীবনে নেই আজ কোন গ্রীষ্মের খরতাপ,
শ্রাবণের অঝোর ধারা আজ স্পর্শ করে না,
জীবনে আজ যা নেই, তা কি কোনদিনই নেই ?