আমি যে প্রেম নিয়ে তোমাকে খুঁজি,
চিরদিন ঘরে বাইরের এই ভুবনে,
নিজের মনের অতল গহীন গভীরে।
তুমি আমার হৃদয় কর ব্যথায় ভরা,
ধরা দিয়েও দাও না যে কভু ধরা,
শতছিদ্র জীবন আমার বাঁশি হয়ে বাজে।
আমার এ প্রেম নিয়ে জীবন ভরে,
বেড়াই আমি দ্বারে দ্বারে,ভুবন জুড়ে,
তোমার দ্বারে এ প্রেম কভু যায় না।
কত গোপন পথে বেড়াই ঘুরে,
পথ হারিয়ে পথের মাঝে, তোমার খোঁজে,
পথ চিনিয়ে দেয় আমাকে হৃদগগনের যত তারা।
কোন সে আদি, অনাদি কালের উৎস থেকে,
শত শতকের শতক জুড়ে, এ প্রেম খুঁজি,
শত জনমের জনম ধরে, আমার বুকের মাঝে।
অসীম অতীত থেকে আমি নিত্যনতুন বেশে,
ইতিহাসের পাতায় পাতায়, দেশে আর বিদেশে,
আমি তোমায় খুঁজি, ধ্রুবতারার সান্ধ্য আকাশে।
আজ সকল দেশে, সকল যুগের অবসানের শেষে,
বিচিত্র সব সুখ দুঃখের সাগরে ডুবে ভেসে,
রহস্যলোকের ঘূর্ণিপাকে প্রেমকে মরি খুঁজে।
আজ চিরদিবস অবসানের সাঁঝবেলাতে এসে,
দেখি প্রেম তো আমার পড়েই আছে অবাক,
রাশি রাশি ফুল হয়ে যে তোমারই পায়ের কাছে।