সুপ্রিয়া, কেন তুমি চলে গেলে,
আমি জানলাম না, বুঝলাম না,
একদিন হঠাৎ তুমি চলে গেলে।
সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়ে,
একবিন্দু অনন্ত হয়ে তুমি,
হারিয়ে গেলে আমার জীবন থেকে।
হয়ত বা আমারই ছিল সব ভুল,
আমি তোমায় বাঁধতে পারিনি,
আমার বুকে ব্যাকুল আলিঙ্গনে।
জোর করে ছিনিয়ে নিতে পারিনি,
তোমার ঐ তন্বী শরীর আর মন,
তোমার শরীরে, মনে, এঁকে দিতে পারিনি,
আমার অদম্য, অস্থির যৌবনের প্রতিচ্ছবি।
কিন্তু আমি তো চাইনি তোমার যৌবন,
চাইনি তোমার রূপসুধা গোগ্রাসে পান করতে,
আমি শুধু চেয়েছিলাম এক মর্মসহচরী।
তাই,আজও আমার ভালবাসা
ধুলোয় লুটিয়ে পড়ে থাকে দিগ্বিদিকে,
এক নিষিদ্ধ, বর্জিত ইস্তাহারের মতো।
আমার সমস্ত আয়ুষ্কাল জুড়ে,
কখনও নিদ্রায়, কখনও জাগরণে,
কখনও রাজপথে, কখনও অন্ধকার ঘরে,
আমার ভালবাসা, আজও তোমার আশায়,
প্রতিটি নিঃশ্বাসে, আন্দোলিত করে এক পবিত্র নিশান।