একটা নিটোল স্বপ্ন ভেঙ্গে আমি,
অন্যমনস্কতায় নিজেকে ডুবিয়ে দিয়ে,
তোমাকে স্বেচ্ছায় চলে যেতে দিলাম,
যথারীতি চলে যাবে, পরিপাটি ফ্ল্যাটে,
শুধু রয়ে যাবে তোমার চলে যাওয়া।
অথচ নিজেকে নির্দয় মনে করে,
আমি অনুতাপের বিবরে বসে আছি,
ঠিক তা না, তুমি না চলে গেলে,
আমাকে জীবনের আড়াল থেকে,
জঙ্গলে লুকিয়ে, আস্তানা গড়তে হত।
আমার স্বপ্নের জায়গায় দিব্যি একটা,
দুঃস্বপ্ন বসিয়ে দিয়েছ অনায়াসে,
সুখের আবেশে একটা অজানা অসুখ,
আর উন্মত্ত অস্থিরতা, উন্মুক্ত প্রান্তরে,
তোমার সান্নিধ্যের বিশাল কারাগার।
আমার কবিতায় বার বার ফিরে আসে,
অন্ধকার শব্দের দ্রুতি, ভ্রান্তির কোটরে,
স্বস্তি খুঁজে চলি অহরহ, বৈপরীত্যবিলাসী,
তুমুল ভুল শব্দ, সমস্ত কবিতা জুড়ে বসে,
আশা নৈরাশ্য ভরে, দারুন অপ্রস্তুত।
স্বপ্নের কবিতা, পরিপাটি গ্রাম, মুখর শহর,
অবিকল সুস্থতা আর যথার্থ শব্দ চাই, কিন্তু
অন্ধকারের দারুন অবজ্ঞা অস্বীকার করে,
নিখুঁত কিবোর্ডে, আলোয় ফেরার শব্দটি,
আমি আর, খুঁজে পাচ্ছি না কোথাও।