সেই জন্মলগ্ন থেকে, ভুল পরিশ্রম,
উদ্যমপ্রবণ, ব্যাকুল, নিজস্ব পরিণাম,
এক জন্মান্ধ ডোবায়, অস্তিত্ব বিলীন,
অথবা যেন এক ধু ধু মরুভূমি হয়ে,
ভয়ংকর সংকেত, রুদ্ধ গোলকধাঁধায়।
তৃপ্তি নেই বন্ধুর সঙ্গে প্রীতি বিনিময়ে,
কোন তামাটে দুপুরে, পাতার মর্মরে,
নিভৃত কুঞ্জে, আলিঙ্গনের স্পর্শসুখে,
উজ্জ্বল মদিরায় মোহাবিষ্ট হয়ে, অথবা,
লাঞ্ছিত জঙ্গলে, নিজেকে বিযুক্ত করে।
যৌবনের স্পর্ধায়, দুর্নিবার ঊর্ধচারি ডানা,
এক প্রবল অপ্রতিরোধ্য উচ্চাভিলাষ,
রক্ষাকবচ বিহীন উচুতে, মেঘের আঁচলে,
ডানার চাঞ্চল্যে, অসম্ভব উত্তপ্ত বলয়,
সর্বনাশের নিঃশ্বাস, পালকের ভাঁজে ভাঁজে।
তবুও স্মৃতির মতন, কখনো বেজে ওঠে,
স্বপ্নজীবী উচ্চারণে, অভীপ্সার গান,
দ্বিধাহীন অর্জন, শুধু খাঁ খাঁ শূন্যতার,
নির্জন নিভৃতে, অকাল লুপ্তির বিনিময়ে,
নিশ্চিত মুদ্রিত, নিজের সঠিক পরিণতি।