আজ এক স্তিমিত নিভৃত আশ্রয়,
আমি পেতে চাই নিজের কেন্দ্রস্থলে।
অক্ষুব্ধ শান্তি খুঁজে পাব যেখানে,
ব্যক্ত আর অব্যক্তের নিস্তব্ধ কোলাহলে।
পাওয়া আর হারানোর মাঝখানে,
যেখানে নেই জীবন ও মৃত্যুর দহন।
এক অবিচলিত আনন্দের তরঙ্গ শিখরে,
ভেসে যেতে চাই নক্ষত্রপুঞ্জের অন্তরালে।
হাজার বছরের অন্ধকারের নাড়ি ছিঁড়ে
যেখানে জন্ম নেয় নতুন নতুন বিশ্ব।
ওই নির্মল নিঃশব্দ আকাশে , যেখানে
অসংখ্য কল্প কল্পান্তরের আবাহন।
এই সংসারের হাট থেকে যেতে চাই,
কোথাও কোন ক্ষত বা ক্ষতি না রেখে।
কোন এক গোপন, প্রচ্ছন্ন আচ্ছাদনে,
প্রকাশ থেকে অপ্রকাশ্যে নিমগ্ন হয়ে।
ইতিহাসের কোন এক অলক্ষ্য অন্তরালে,
যেখানে মুখরিত হবে আমার জীবনক্ষেত্র।
অবশেষে যুগান্তে আমার সমস্ত কবিতা
বাণিহীন অতলে দেব আমি বিসর্জন।