মধুমিতা ছিল, আর ছিল স্বাগতা,
লতার মত, পাতার মত, বিচিত্রিতা,
তাদের মধ্যে কি করে যেন, হঠাৎ
চলে এল সুনীতা, কোথা থেকে,
উড়ে এল, স্বর্গ থেকে, নাকি এক
স্বপ্ন থেকে, কেউ কিচ্ছু জানে না।
ফিনফিনে হলুদ রঙের শাড়িতে,
কুঁচি ঠিক করতে করতে, সামনে
এসে দাঁড়াল, রূপবতী বাম হাতে,
হিরন্ময়ী, মোহাচ্ছত আমার চাওয়া,
তার চোখে এখন জগত, জগতের
জ্যোতির্ময় জাদু, সুনীতার মুখে ফুটে।
অবিশ্বাস্য এই শিল্প, বারবার চাই,
আমি ভালবাসছি আমাকে, নারীকে,
আজন্ম তৃষ্ণায় কাতর আমি, মুখ
ঢুকিয়ে, শরীর এলিয়ে দিই মেঘেতে,
আকাশ জুড়ে অজস্র ঝর্ণা, ঠোঁট
ভিজিয়ে দিচ্ছে জল শুষে নিতে।
জোড়া জোড়া ঠোঁট মিলে যাচ্ছে,
নারী থেকে নারী, যেন জন্ম নিচ্ছে,
আমি ভালবাসছি, কিশোরী, তরুণী,
যুবতী, বৃদ্ধা, নারী শক্তিকে, প্রাণবতী,
আবর্তিত হতে হতে বিবর্তিত, সম্রাজ্ঞী,
নারীর প্রেম চাই, আকাশপারে হৃদয়বতী।
আনুষ্ঠানিক ঘোষণা --- এই কবিতায় ব্যবহৃত সমস্ত নাম কাল্পনিক।