আজ নিভু নিভু দীপ, আর্ত আতুর,
শুধু একাকী, শুধু একাকী, বেদনার
সাগর তীরে, জীর্ণ তরীর মত করে,
ফেলবে নোঙ্গর, আমার নাবিক মন,
রোদ মাখানো সারা বেলা, সঙ্গে নিয়ে,
মানুষ চেয়ে, সব সাগরের মায়া ছেড়ে,
হৃদয়খানি মেলে, দুয়ার খুঁজে ফিরে,
দিগ্বিদিক অনিশ্চিত, বিস্ময় বিভ্রমে,
তবুও মায়ার সাধ মেটে না, পাতা কাঁপার
বনের ছায়ায়, জড়িয়ে আজ সকল মায়ায়,
মনের মাঝে, জানা অজানার দোলায়,
কোথায় হবে শুরু, সকল কথা ফুরায়।

মাটির মায়ার বাঁধন নিয়ে, চেয়েছিলাম,
অবাধ ডানার, আকাশ হবে তোমার,
নিরালাতে পুষ্পতরু, ছোট্ট একটা নীড়ে,
অকুল থেকে আকুল হাওয়া, ডাকবে
ইশারায়, খুলব বাতায়ন, বলব আমি তারে,
শুধুই যেতে দূরে, কেন ডাক এমন করে,
আকাশ জুড়ে, মেঘের বুকে আঁকব ছবি,
জানি লাগবে নাকো দাগ, জাগরণের
মিলন ভুলে, থাকবে শুধুই মিথ্যা স্বপন,
যদি ঘুম না আসে তারার আলোয়,
এক আকাশ প্রদীপ, জ্বালিয়ে রেখ তুমি,
শেষ মিনতি, আমার ভাঙ্গা তরীর তীরে।