নারীর চোখ আজ চকচকে, ধারালো,
দাঁতে সিংহীর ধার, নখে সিংহীর ধার,
রাত্রি নিবিড়, চোখে তার মৃত্যুর নেশা,
রোমাঞ্চিত উত্তাল, দুরন্ত আরণ্য উল্লাস,
ঝাপসা আলোয়, বিলাসী ক্লীবের বিলাপ,
নিখুঁত মাধুরী, নির্যাস চায় না হৃদয়,
মৃত্যুর মৌতাতে বুঁদ, পুরুষ মরতেই চায়।
চারিদিকে সোশ্যাল মিডিয়ায়, আবাহন,
অন্ধকার অতল, এক আকাশ যৌনতার,
নেচে নেচে, ঢেউ তোলা শরীরের দোলা,
ক্লান্তিহীন তন্দ্রাহীন রাত, অশ্রান্ত প্রলাপ,
সমুদ্র নীল মৃত্যু, জীবনের জ্বলন্ত মৃত্যু,
ফ্যাকাসে রুগ্ন সভ্যতা, ঝাঁঝালো স্বাদ,
মৃত্যু মাতাল, আরো তীব্র, সমুদ্রের উল্লাস।
আজ ক্লান্ত আকাশ, উদভ্রান্ত মনের তৃষ্ণা,
এক নাম না জানা, তরল রাত্রির মত সমুদ্র,
চাঁদ ওঠা থমথমে প্রহরে, হেসে ওঠে নারী,
ভেসে যায় নৌকা হঠাৎ, বুঝি সমুদ্রের জলে,
উদ্দাম হাওয়ার আলিঙ্গন, সম্ভবের তীরে,
ফিরে আসি, আশায় উদ্বেগে কম্পমান,
চার দেওয়ালের ঘরে, সুস্থ সভ্যতা চেয়ে।