এই মাটির পৃথিবী, যবে থেকে তাকে দেখি,
কোন সে অনাদি, অনন্ত কাল থেকে,
ইতিহাসের, ইতিহাসের আগের কাল থেকে,
বিপুল জনতা, কলরব রবে কাজ করে চলে।
এরা বীজ বোনে, চাষ করে, ফসল ফলায়,
দাঁড় টানে, হাল ধরে, পণ্যবাহী গাড়ি টানে,
দিবারাত্র ওরা কাজ করে, নিত্য প্রয়োজনে,
নগরে প্রান্তরে, কাজ করে দেশ দেশান্তরে।
কত কালে, কত লোক, দলে দলে গেছে,
অস্ত্র হাতে, জয়োদ্ধত প্রবল গতিতে,
সীমাহীন অতীত জুড়ে, সাম্রাজ্যের লোভে,
উড়ায়েছে ধূলিজাল, উড়িয়েছে বিজয় পতাকা।
রোমে, গ্রিসে, মিশরের সেই সাম্রাজ্য,
আত্তিলার হুন, চেঙ্গিস, তৈমুরের ধ্বংসলীলা,
বিকীর্ণ হয়েছে তাদের হত্যাকারী অস্ত্রের তেজ।
তবুও ভেসে গেছে সাম্রাজ্যের দেশবেড়া জাল,
আজ তার পথ দিয়ে বয়ে গেছে কাল,
বার বার তার শূন্যতলে, হারিয়েছে দলে দলে,
মহাশূন্যের শূন্যপথে, কোন চিহ্ন নেই আজ তার।
রাজতন্ত্র ভেঙে পড়ে, রণডঙ্কা পড়ে থাকে ভূমে,
জয়স্তম্ভ মূঢ়তায় স্তব্ধ হয়ে অর্থ তার ভোলে,
রক্তমাখা অস্ত্র যত, যত রক্ত আঁখি,মুখ ঢাকে,
মাঠে, প্রান্তরে, নদী সমুদ্রের ঘাটে বাটে।
তবুও প্রতি নির্মল প্রভাতে, প্রতি সূর্যোদয়ে,
যুগে যুগে, সূর্যাস্তের আলোয়, নীলিমা রাঙায়,
দিনরাত্রে বাঁধা পড়ে, দিনরাত্রি মুখর, মাটির পৃথিবীতে,
জীবনের মহামন্ত্রবলে, ওরা কাজ করে চলে।