জানি একদিন আমি, চলে যেতে হবে,
ছেড়ে যেতে হবে, আমার দেহ, মন, প্রাণ,
নিরুত্তর বিস্মৃতির মাঝে, হাতের মুঠো,
শিথিল যাবে খুলে, এত চেনাচিনি,
এত জানাজানি, সব পরিচয় শেষ হবে,
কানে কানে বলা কত কথা, চুপিচুপি,
কত চাওয়া পাওয়া, বুকে কামনার রেশ,
সব ফেলে রেখে, শেষ হবে স্তিমিত চোখে।
জন্ম মৃত্যু, যেন দিন আর রাত্রি, তারই মাঝে,
আমি যেন অন্তহীন, এক অভিসারী যাত্রী,
তবু কেন দিলে এত ভালবাসা, এত প্রেম,
বিরহের যুগ যুগান্তর, অদৃশ্য অক্ষরে,
এতটুকু ইঙ্গিতের অপেক্ষায়, প্রিয়া মোর,
সর্বস্ব রিক্ত হাহাকারের, পুরুষের যৌবন,
রঙিন লোভের সংগ্রাম, অন্ধকারের সান্ত্বনা,
আলো স্তিমিত হয়ে এলে, পৌরুষের করুণা।
এই তো সেদিন, অনেক শিশির ঝরে গেছে,
তবু যেন, কত কত দূর, ঝাপসা দুটি চোখ,
অসীম শূন্যতা, পৃথিবীর মাঠে আর মনে,
প্রেম, হিংসা, ক্ষুধা, খুলে মহাজনী খাতা,
শূন্যতার প্রতিমূর্তি, অবহেলার নীরবতা,
সব ঝড় শেষ হয়ে, শুধু এক শব্দের নীলিমা,
বোঝা আর বোঝাবার শেষে, রোদ পড়ে,
হৃদয়ে অতীত বিকেল হয়, মাঠে আর মনে।