অবিচ্ছিন্ন রেললাইনের মত পাতা
বিজ্ঞানের অন্তহীন কার্যকারিতায়
আজ মানুষ নিজেকে
বন্দী করে রেখেছে নিজেই।
তার জীবনে আজ অনেক সুখ আছে,
সৃষ্টি নেই, অনেক প্রাসাদ আছে,
জীবনে একমাত্র প্রেম নেই।
প্রকৃতির দিনরাত্রি শুধু ইতিহাসের পাতায়।
এই মানুষের কাছে আলো আর
আঁধারের কোন তফাৎ নেই।
শুধু মনের ভিতর আছে গভীর অন্ধকার।
জ্ঞানের শব বহন করতে করতে
তার অক্লান্ত সন্ধান চলে ভালবাসার।
অনেক বেশি বেশি টাকা দিয়ে
জীবনকে পাওয়া যাবে ভেবে,
পরস্পরের থেকে দূরে,
আরো দূরে, সরে যাওয়া শুধু।
বিচ্ছিন্ন হয়ে যায় সব আশা,
জীবনের স্পষ্ট কোন আলো নেই,
সবার উপর সত্য মনে করে
আছে শুধু মৃত্যুর শান্ত পবিত্রতা।