মানুষের ইতিহাস, ক্লান্ত, অন্তহীন,
ক্রমায়াত বিলীন, আকুতির প্রবণতা,
ভীতিশব্দ, স্তুতিশব্দ, অস্পষ্ট বিলাপ,
মানুষকে ডেকে নেয় দিগন্তের ক্রমে,
সময়ের রক্ত ঘ্রাণে, তবুও সসম্ভ্রমে।
বাস্পাকুল প্রতীকের মত, ধূসরতা,
অবিরল, পৃথিবীর আলো ছায়া খেলে,
মৃত্যু আর প্রেম, নির্জন নিয়ন্তা পথে,
অন্ধকার রাতে, তারাদের ভিড়, তবু
প্রেম, সে তো প্রেমসুধা নয়, মুহূর্ত শুধু।

অভিনিবেশ ভেঙে, জীবনের সৈকতে,
বালির উপর রেখা আঁকে, মুছে যায়,
জীবনের সংকল্প, পৃথিবীর তীরে তীরে,
কল্লোল আলো, ক্রমে নিভু নিভু হয়ে,
অন্তহীন সমুদ্রের, গাঢ় অন্ধকার ডাকে।
মানুষের ইতিহাস, চেতনায় ডুবে আছে ,
জ্ঞান, প্রেম, মানবহৃদয়, বিষন্ন জেনেও,
প্রিয়তম মৃত্যু অবধি, চেতনার কাছে,
সজ্ঞান বেঁচে থাকতে চেয়ে, সময়ের
সাগরের কুলে ফেরে, প্রিয়তর মনে করে।