ফেসবুকে তুমি থাক, মিতা মধুমিতা ,
যখন আমার কাছে, কেউ থাকে না,
তখনও তুমি থাক, আবছা স্বপ্নাভায়,
যেন এক স্বপ্ন পরীর অবয়ব নিয়ে,
তোমার ঠোঁটে, সবসময় হাসি জড়ানো,
হালকা, মিষ্টি একটা হাসি, ঠিক যেন,
এই হেমন্তের রোদ, আলোয় ভরানো।
তোমার চুলের বিন্যাস, হেলায় বিপর্যস্ত,
শরীরের ঢেউ, নকশা আঁকে স্বপ্নে, অবিরত,
কালো রাত্রির স্তব্ধতায়, কানে কানে,
আশ্বাস চাই সান্নিধ্যের, স্বপ্নের পণ্যে,
বাঁচাই সত্তাকে, ওই দুটি চোখের তারায়,
দিশাহারা, ভীষণ নিশির ডাকে, চোখ রাখি,
তৃষ্ণার্ত ওষ্ঠে, দীপান্বিতা তোমার শরীর।
তোমার কাছেই চাই, ভালবাসবার অবসর,
ইচ্ছে করে, তোমাকে নিয়ে, পার্কে বেড়াই,
বিকেল বেলা, অথবা কাকডাকা ভোরে,
পাশাপাশি, হাঁটি দুজনে, হাতে হাত ধরে,
বুঝে, খুঁজে নিতে চাই, আমাদের প্রিয় পথ,
যেখানে নিবিড়, মদির, দুজনে একসাথে,
ভালবাসার দীঘিতে, দিই ডুব সাঁতার।