তুমি কি কুহেলিকা, নাকি মরীচিকা,
তুমি তো নও কোন নিভে যাওয়া আলো,
তুমি নও কোন আগুনের শিখা।
তুমি তো নক্ষত্রের মতো এক জ্যোতি,
আমার নির্ঘুম রাতের স্বপ্ন সহচরী।
আমার বুকে না পাওয়ার তৃষ্ণা জাগানিয়া,
তুমি চির দূরে থাকা চির অনাগতা প্রিয়া।
সুদুরিকা, তুমি চিরন্তন বাসনা সঙ্গিনী,
অসীমা, কখনও তো এলেনা সীমারেখার এপারে।
কোথায় তুমি, কবে দেখা পাব?
কেন যেন অনুভব করি, যারে ভালোবাসি
তারে কেউ যেন আরো বেশি ভালোবাসে
আরো আরো বেশি গোপনে।
প্রেম সত্য বলে জানি আজ তবে
প্রেমের পাত্র কি চিরন্তন সত্য নয়?
তবু প্রতি রূপে খুঁজে চলি তোমায় অপরূপা,
খুঁজে ফিরি আমার প্রেমের মাঝেই।
রয়েছ যে তুমি কোথা কোন গোপনে,
আজ এই রাতে নক্ষত্রদের মাঝে,
আমি যাকে ভালবাসব সেই হবে তুমি।
তোমাকে করব পান শত শতাব্দীর কামনায়,
ককটেলের গ্লাসে কিংবা চায়ের কাপে,
নক্ষত্রদের মায়াবী আলোয়,
খসে পড়া নক্ষত্রের মতো তুমি আসবে
হটাৎ এক আশ্চর্য আলো নিয়ে।