তোমার ওই মন ভোলানো হাসিতে,
আমি নিজেই সমুজ্জ্বল হয়ে উঠেছিলাম,
কোন একদিন, কিন্তু কখনও বুঝিনি,
কত ক্ষণস্থায়ী হতে পারে ওই রঙ,
কত ক্ষণস্থায়ী হতে পারে ওই আলো,
কত দ্রুত হয়ে যেতে পারে অস্তগামী।
কি দোষ, কি কারণ, জানলাম না,
শুধু এক লহমায় বাতিল হয়ে গেলাম আমি,
তোমার যা ইচ্ছা হল তাই করলে,
অথচ একবারও আমায় জানতে দিলে না।
পরাজয়, পতন, আমাকে বসিয়ে দিল,
বিশাল শূন্য প্রান্তরে ঘাসের উপর,
যেখানে একদিন আমাদের বসার কথা ছিল।
ধরা পড়ে যাওয়ার ভয়ে আমি পালিয়ে বেড়াই,
তোমাকে ভুলে থাকার প্রাণপন চেষ্টা করে যাই,
তবু কেন, কেন আমি একটুও পারি না।
এককালে তো তোমার সকল কাজের
সাথী ছিলাম আমি, সকল সময়,
আজ যদি একবার সাহায্য কর আমায়,
যদি একবার এসে আমাকে বলে দাও,
কি করে ভুলে থাকব আমি, কি উপায়,
কথা দিচ্ছি, আর কোনদিন বলব না,
আমি তোমাকে ভালবেসেছিলাম,ভালবাসি।