আজ এই মেঘলা দিনের আকাশে,
সূর্যের আলো, আষাঢ়ের প্রথম ভোরে,
কিংবা বিকেলের মাঠে, বড় ম্লান লাগে,
আমার মনে যে চিন্তার সংবেগ আসে,
প্রাণে হাত রাখে, তাকে থামিয়ে রাখে।
বিবর্ণ ইতিহাস, সাম্রাজ্যের উত্থান পতন,
হয়েও যা কিছু রয়ে গেছে আজ,
তা শুধু মানুষের জীবনের উত্তরাধিকার,
তবু তাও ভাল করে বুঝে নিতে গেলে,
নিয়মের নানান নিগড় এসে হাত বাঁধে,
মানুষের আবেগকে দেয় বেঁধে রেখে।
ধূসর আকাশ, যেন জীবনের মরুভূমি,
তবুও এই পৃথিবীর কবি হয়ে আমি,
অক্লেশে দেখি, সূর্য ওঠে, অস্ত যায়,
উঁচু সৌধের উপরে দেখি চাঁদের অবয়ব।
যে সমাজ নেই, তবু আছে মনে, সেইখানে,
কায়েমী খাদের ওপর অনুপম সাঁকো গড়ে,
খুঁজে চলি, না পাওয়া মানুষের প্রেম, প্রীতি।
নিয়তিহীন মানুষের ইতিহাস আজ,
ক্লান্তির শব্দ শোনে, পিছনের দিকে টানে,
অনন্ত শতাব্দীকাল সৃষ্টি করে চলে,
শুধু মানুষের মৃত্যু গণনাবিহীন পড়ে থাকে।
তবুও তো ভয়ঙ্কর অন্ধকার রাতের শেষে,
ভোর আসে, হঠাৎ উৎসের মতো করে,
সব শূন্যতার শেষে, একদিন আন্তরিকভাবে,
আশা রাখি, সংকল্পের সকল সময় আসবে।