আপাতত, আমি কিছুই বুঝিনা,
শুধু চেয়ে থাকি, তোমার আসার,
পথের দিকে, কোন এক মুগ্ধাবেশে,
বন্যার মত, তুমি আমায় ভাসাও।
শুধু চেয়ে থাকতে চাই, তোমার,
মুখের দিকে, অপলক দৃষ্টিতে,
তুমি ঝরে পড়, একরাশ নক্ষত্র হয়ে,
হারিয়ে যাও, পাঁজরের কাছ ঘেঁষে।
নিমেষে জ্বলে উঠি, দাউদাউ করে,
যেন এক সুদূর প্রসারী দাবানল,
শিরায় শিরায়, উত্তাপ ছড়িয়ে,
বুঝিয়ে দেয়, ভালবাসা কাকে বলে।
সকালে ফোট তুমি ফুলেরই সাথে,
সন্ধ্যায় বেজে উঠি তোমারই সঙ্গীতে,
অসহায় স্রোতে, চলেছি যে ভেসে,
উদ্ধারের রূপে, কবে আসবে, অকপটে।
উজাড় বাগানে, শেষ গোলাপের গায়ে,
উথাল পাথাল, শুধু তাচ্ছিল্যের হাওয়া,
ভয়ে ভয়ে থাকি, ক্লান্তি ভরা চোখে,
চুপিসারে, তোমাকেই ডাকি, নাম ধরে।