কতদিন আমি এই পৃথিবীতে আছি,
প্রায় সারাটা জীবন ধরে, আমি
মাটির কাছাকাছি, দুই চোখে স্তব্ধতায়,
দেখি এই প্রাণলোকে, কত কি ঘটে,
প্রতিদিন কৌতুক, শ্লেষ, টুকরো হাসি।
প্রতিদিন টিভিতে, জ্ঞানী আলো অন্ধকারে,
জ্ঞান আর অজ্ঞানের খেলা জমে ওঠে,
জোরালো তর্কের তীক্ষ্ণ নখে, ছিঁড়ে,
ফালাফালা করে জটিল তত্ত্বের জাল,
বুদ্ধির দরজা আগলায়, সময় হেলায়।
কিছুতেই পাই না ভেবে, কি যে বলে,
সোফায় বসে অথবা খাবার টেবিলে,
অত শত বুদ্ধিজীবী রোজ রোজ,
কত যে বিষয়, কত জীবিত বা মৃতের খোঁজ,
বাস্পাকুল করে না তাকে, আনন্দ বা শোক।
তবুও শব্দের প্রেমে, বসে থাকি রোজ,
কাটায় সময় হেলায়, কিছুই পারে না,
বাধা দিতে, খাদ্য, ঘুম, যায় জৈবিক চাহিদা,
হয়তো বা নিছকই বাজে কথা সব,
তবুও গা ভাসায় স্রোতে, অবিরত স্রোত।