মানুষের কাহিনী এক দিন জন্মায়,
বেড়ে চলে প্রতিদিন, তার মৃত্যু নেই,
জীবনধারণে, কাহিনী ক্রমেই ইতিহাস,
নিজেকে কেবলই আবছা মনে হয়,
তবুও জীবনকে স্পষ্ট করে নিতে চেয়ে,
শূন্যতর হাতে, আয়ত আলো পেতে চাই,
হেমন্তের আজ এই অন্ধকার রাতে,
বিহ্বল আমি, তুমিও কি মিথ্যা হাসিতে?
সবচেয়ে প্রিয় ভেবে, মননশীলতা হারিয়ে,
আজ অন্য সকলের কথা ভুলে যাই।
আতুর, ভঙ্গুর দিন, বিষন্ন সূর্যের তলে,
আজ আমাদের কথা বিরচিত হয়ে চলে,
ক্লান্ত সতর্কতায়, আর অসীম ক্ষুব্ধতায়,
হেমন্তের রাত, লোভাতুর রতির নৈরাজ্যে,
নরকের নিরাশায়, আর আত্মার দীনতায়,
গভীর, গভীরতর জীবন মনে করে, অসম্ভব
অন্ধ মৃত্যুতে, আজ পৃথিবীর সব শীত,
শিশিরের মত নামে, নিরাশ্রয় জীবনধারণ,
আরো বর্ণনীয়, ব্যাপ্তির ভিতর দিয়ে এক,
প্রিয়তর, ইঙ্গিতের স্পষ্টতায়, প্রয়োজন
সুস্থ ইতিহাস, সুসময়, তবু কতদিন,
তুমি নিরালোক হয়ে, আর রবে কতদিন।