আজকাল প্রতি নিশীথে আমি,
আমার কাছ থেকে পালিয়ে যেতে চাই,
অতীতের স্মৃতিগুলো আমার মনে,
সমস্ত সত্ত্বার বিবশতা ঘটায়।
অথচ চারদিকে তাকিয়ে দেখি,
সবকিছুই তো আগের মতই আছে,
শুধু তোমার উপস্থিতি ছাড়া।
কেন যেন সবকিছুই শূন্য মনে হয়,
শূন্যতায় শূন্যতার শূন্যস্থান পূরণ করে।
আজ তো আমার ভালবাসার ভয় নেই,
তুমি কখনও এক মুহুর্ত ভালবেসেছিলে,
সেটাই বা কম কি, আমার এই তুচ্ছ জীবনে।
অপেক্ষার চাতালে বসে থাকি আর
নিজের উস্কোখুস্কো চুলে আঙুল বুলাই,
আর তোমাকে খুঁজি বদলে যাওয়া হাওয়া,
আর শ্রাবণের বৃষ্টির ধারার মাঝে।
প্রেমহীন জীবনে এমনি করেই
মাঝে মাঝে কবিতায় জেগে উঠি আমি,
আর কবিতার শব্দগুলো আমার সামনে
কেমন যেন এলোমেলো হয়ে ভেসে ওঠে,
আর আমাকেই ব্যাঙ্গ করে হাসে, জানিনা,
ওরাই কি একমাত্র আমাকে ভালবাসে ?