গনগনে দ্বিপ্রহরে তোমার কালো চুলে,
যেন আমার রাত্রি নেমে আসে,
তোমার দুই ব্যাকুল বাহুর মাঝে,
নিজেকে সমর্পণ করে ধন্য হই।
আমার হৃদয় কম্পমান হয়ে ওঠে,
দীপ্র গতিমান, অথচ কী নিঃশব্দে,
আমার তৃষিত ওষ্ঠে তোমার অধর,
অদ্ভুত রূপান্তর, আমার ছায়াচ্ছন্ন ঘরে।
তুমি যেন হয়ে ওঠ থরথর তরঙ্গিত নদী,
কখনও বা প্রগাঢ় বেদনা নিয়ে তুমি
আমার আত্মায় বুনে দাও, নিরুপায়
এক বিষাদের সুর, আমার অস্তিত্ব জুড়ে।
তোলপাড় হাওয়া বয় হৃদয়ের গভীরে,
নিবিড় আষাঢ় যেন হানে বৃষ্টির ধারা,
তোমার পূর্ণতায়, আমার সত্তার খরায়,
অবিরল জল ঝরে, থামে সব কথা।
দিবাস্বপ্নের ঘোর কেটে গেলে, ফুরফুরে মনে,
উদার আকাশে মগ্ন হয়ে তোমায় খুঁজি,
আকাশের নীলিমায়, উদাসী বিবাগী মেঘ,
কোন পথে, কার খোঁজে ভেসে যায় ?
ধীরে ধীরে আকাশে নক্ষত্রেরা জেগে ওঠে,
নক্ষত্রদের গুঞ্জরণে তোমার সাড়া খুঁজে ফিরি,
আর আনমনে ভাবি, এই প্রেমহীন জীবনে কি,
কবিতায় ফুল ফোটানোই আমার ব্রত।