আমি আজকাল বড় রেগে যাই,
কারণে অকারণে ক্রোধে ফেটে পড়ি,
হাত পা ছুঁড়ে চিৎকার করে উঠি,
সামনে যাকে পাই তার দিকে।
অথচ আমি তো কোন রাগী লোক নই,
তেমন কোন অভিমানও নেই আমার,
তবুও কেউ কোন সোজা কথা বললে
মেজাজ খাপ্পা হয়ে যায় আজকাল।
উপেক্ষা করে চলি সমাজ সংসারকে,
গৃহকোণে বসে থাকি আমি চুপ করে,
কোন আকাঙ্ক্ষা কাতর করে তোলে না,
কোন কিছুর জন্য লালায়িত নই আর।
অথচ প্রতিটি সন্ধ্যায় বুকে মরুভূমি জেগে ওঠে,
বালিয়াড়ি যেন আমার রক্ত শুষে নেয়,
ডাইনির মত ক্যাকটাসের কাঁটা থেকে
যেন সর্প বিষ ঝরে পড়ে আমার উপর।
নিজের হাত কামড়ে ধরি বার বার,
বসে থাকি যেন ক্ষয়ে সমর্পিত এক প্রাণ।
শুধু কবিতার অনুরাগে মন কেমন করে,
ঘাসফুল গুনগুন করে আমার সত্তায়,
আর বুকের ভেতর থেকে এক মৃত যুবকের
কান্না ভেসে আসে, আর কোন খেদ নেই।