আচ্ছা মধুমিতা, তুমি কি বলতে পার,
তোমার ওই দেহ কবে, শস্যের মত কার,
পৃথিবীর ক্ষেতের কিনারে, ফুলে ফলে,
ভরে উঠেছিল, হয়েছিল ফসলের উৎসব।

কোন সে ভোরে, এসেছিলে পথে বেরিয়ে,
আবির রাঙা রোদ, পোহানোর নাম করে,
নদীর জলের গানে,ফুটেছে মনের ভাষা,
কবে, ভাল লেগেছিল, মানবের ভালবাসা।

কবে জেগে উঠেছিল, তোমার বুকের ক্ষুধা,
ফলের মত করে, ফলে উঠবার পিপাসা,সাধ,
এই পৃথিবীর আলো, ছায়াদের খেলা, মেলা,
দেখে দেখে তুমি, কবে পেয়েছিলে আহ্লাদ।

কবে দেখেছিলে, আকাশে কাতর চোখে,
উল্কার ঝরে যাওয়া, আনমনা চোখে চেয়ে,
দূর মেঘেদের পানে, কোন ইশারায় মৌন,
বুকের বাদল উথলে, কামনা জেগেছে মনে।

নীল সাগরের ঢেউ, কবে জেগেছিল মনে,
দেহে জেগেছিল ক্ষুধা, প্রথম প্রেমের আশা,
কোন সে প্রথম ভোরে, শিশিরের স্বাদ নিয়ে,
কবে এসেছিলে তুমি, এক পূর্ণ মানবী হয়ে।