আজ ফেসবুক আর মেসেঞ্জার,
আকাশে যুগল তারার মত করে,
অনন্তের আলোক, মেলাতে গিয়ে,
অধিষ্ঠিত হয়ে আছে সংখ্যাহীন প্রাণে।
হিস হিস শব্দে, স্ফুলিঙ্গের ব্যাপ্তি,
ইস্তাহার বিলি হয়, আনাচে কানাচে,
যেন এক সুর বাজে, হিয়ার মাঝে,
জীবন চর্চা যেন আবার ফুটেছে।
দারুনতম বর্ণচ্ছটা ডিজিটাল ঘরে,
আজ গড়ে তোলা সুখের খেলাঘর,
কাল তারে মুছে দেয় মেসেঞ্জারে,
নিষ্পন্দন গহ্বরে, জীবন কি বেঁচে ?
এ যেন কেবলই রহস্য অগাধ,
রহস্য কেবল, সীমাহীন, পারহীন,
অগাধ অতলা, এ যেন স্বপন,
কেবলই দুখ, অজানা সব মুখ।
স্মৃতির পাতায়, পুরানো সব দিন,
গোলাপের তীক্ষ্ণ কাঁটা, তবু ছিল,
সত্তার নীলিমাকে ছিঁড়ে, এক মন,
ছিল এক, নারী নিবেদিত প্রাণ।
আমার আজ দিন, স্নানাহার হীন,
রাত্রিকে রেখেছে ভরে, ক্ষমাহীন আঁধারে,
ডানা ভাঙা নক্ষত্রের মতো, আজ
উল্লাসের যন্ত্রনা, অন্ধ আবেগ ভরে।