আমার যৌবন আজ যেন দুর্ভিক্ষ বিদ্ধ,
আমার বিদ্ধস্ত ঘরে, নিত্য এক ভুতুড়ে রাত্রি,
আমার সময় কাটে অন্ধকারে, শান্তির প্রতীক্ষায়।
চারিদিকে ছড়িয়ে আছে পিশাচের দল,
পচা মাংসের উৎকট গন্ধ নাকে আসে,
ক্ষুধার্ত শকুন ও পালায় সে দৃশ্য দেখে।
প্রতিটি মুহূর্ত কাটে, এলোমেলো পদশব্দ শুনে,
সর্বব্যাপী ভয়ঙ্কর ছলনার অসিত উত্থান,
হতবুদ্ধি জন্তুর মত ধেয়ে আসে আমার দিকে।
ঝাঁ ঝাঁ করে স্মৃতি, সগৌরবে ঢাক ঢোল বাজে,
অনর্গল প্রচারণা, চারিদিকে ধ্বংসের উৎসবে,
যা কিছু হনন প্রিয়, তারই সমারোহ চলে।
নির্বোধ সাহসে বুক বেঁধে, ইতস্তত ডুবে,
হতাশ প্রেমের জলছবি, সহজেই জীবনকে,
করে তোলে অর্থহীন এক জীর্ণ আঁস্তাকুড়।
একদিন নিত্যসঙ্গী হয়ে যারা পাশে ছিল,
মেরুদণ্ডহীন তারা, সরে পড়ে ডাইনে বামে,
আমি শুধু পড়ে থাকি একা এককোণে।
জীবনের বাচালতা, খেই হারিয়ে ফেলে,
জলাঞ্জলি দিই প্রতিবাদ, অকারণ দ্বিধায় পড়ে,
কানে আসে কানাঘুষো, শেষ ঘণ্টা বাজে।
ক্ষীপ্র সার্থকতা খুঁজে, ব্যর্থতা শাসায় রোজ,
ক্লীব আশা, আমি তারই অগ্নিকুন্ডে জ্বলি,
চোখে ভ্রম, আজ যৌবনের অপরাহ্ন নামে।