আজ আমরা বেঁচে থাকতে গিয়ে,
জেনে বা না জেনে জনতার ভিড়
অতিক্রম করে এগিয়ে যাই,
কোন এক গভীর বিস্ময় অথবা
কোন এক সাগরের দিকে প্রয়াণের পথে।
জীবনের পথে কিংবা মরণের পথে,
হয়ত বা এক অলীক আশায়।
আজ জীবনের অবিরাম বিশৃঙ্খলা
উদ্ভাবনা দিয়ে ঠিক করে নিতে
নিরলস প্রচেষ্টায় বিব্রত থাকি।
সময় যে সব শিশুকে প্রবীণ করেছে
তারা খোঁজে জীবনের নি:শেষ সীমা।
আত্মার দীনতা ফুটে ওঠে আজ
অন্ধকারে আকাশের তারার মত।
তবু কেউ কেউ মনে করে
জীবনের একমাত্র শুভ অর্থ
ভালো করে জীবনধারণ এবং জীবনযাপন।
সবকিছু স্বাভাবিক হয়ে যাবে ভেবে,
করুণার ছোট বড় নানা উপকন্ঠে
তারা আজ প্রায়ান্ধ হয়ে গেছে।
শুধু সমুজ্জ্বল ভাষায় কথা বলে
আজ রয়ে যায় কবিতার কালিমা।