এ জীবন কি একমুঠো মৃত্যুর সমষ্টি?
এই পৃথিবীতে সব পথ মরণের দিকে,
ছোট ছোট, টুকরো টুকরো সব মৃত্যু,
হেসে খেলে বেড়ায় আমাদের চারিপাশে।
এ জগৎ থেকে জীবন্ত বেরোনোর পথ নেই,
আকাশ বাতাস জুড়ে সকল প্রাণের মাঝে,
যা যতটুকু আছে আমাদের এই বর্তমান,
প্রতিটি নিমেষে হয়ে যায় অতীত, মৃত।
মৃত অতীতের ভার পিঠে নিয়ে চলি,
জানিনা, মৃত্যুতেই কি হবে তার শেষ,
যতদিন বেঁচে আছি ততদিন মরে গেছি,
জীবন মরণ নিয়ে বাঁচি প্রতি পলে।
একমুঠো মরণ, তুচ্ছ তুচ্ছ মরণের সমষ্টি,
এ যদি জীবন হয়, তবে মরণ কাকে বলে,
জীবন বেড়ে ওঠে মরণের সাথে সাথেই,
তবে কেন জীবনের আজ এত কোলাহল?
জানিনা, আমাদের অনন্ত মরণ,
এই জীবন্ত মরণের মরণ কবে হবে,
যুগযুগ ধরে মানুষ খুঁজে চলে উত্তর,কবে ?
মরণের হাত ধরে মরণের হবে না মরণ।