বেলা যায়, বেলা যায়, তবুও এই আমি,
বেলাশেষে তোমারই দিকে যেতে চাই,
যেমন করে ধার্মিক, তার মৃত্যু পর্যন্ত,
একাত্ম হয়ে থেকে যায় ধর্মের সাথেই।
বিরান ধ্বংসস্তূপে, প্রখর দ্বিপ্রহরে আমি,
বসে থাকি একাকী, সর্বক্ষণ নিয়ে আমার,
তোমাকে বুকে পাওয়ার অদম্য এক ইচ্ছা,
যেমন করে নিঃসঙ্গ মানুষ, খোঁজে নির্ভরতা।
ধ্বংসস্তূপে বসে আমি, তোমারই অধরে,
নিজের ওষ্ঠ খুঁজে ফিরি, কবিতা লিখে চলি,
যেন এক যুদ্ধ শেষের, লাশময় প্রান্তরে,
একাকী সৈনিকের, ট্রেঞ্চের আড়ালে বসে থাকা।

আমার একলা ঘরে, শীতল মোমের গন্ধ,
কোথা থেকে ভেসে আসে, ভরে যায় ঘর,
কারা যেন অস্পষ্ট স্বরে কথা বলে, আর আমি,
কোন কথা না শুনে, দেয়ালে তোমারই ছায়া দেখি।
প্রতিদিন আমি, আমাদের স্মৃতিগুলি জাগিয়ে তুলি,
সেই পথে, যেই পথে যদি, তোমারই সাথে,
হেঁটে যাওয়া যেত, অনন্তকাল, নিরিবিলি,
ঘাস ছুঁয়ে উড়তে থাকা প্রজাপতিদের সাথে।
তবুও একলা ঘরে, দেয়ালে তোমার ছায়া, তুমি,
আত্মসমর্পণ করি, ব্যাখ্যাহীন ভাবে, মনশ্চক্ষে,
আমরা দুজন, পরস্পরের দিকে তাকিয়ে থাকি,
তোমারই ছায়া, জড়ায় আমাকে, জীবনের জোয়ারে।