কারো জীবনের গতিধারা কখনও কি
পুরোপুরি থামিয়ে দিতে পারে সময়,
সময়ের কদাকার চঞ্চু আঘাত করে চলে,
তবুও তো বেঁচে থাকে অন্তর্গত আবেগ।
যে প্রিয় নারীকে আমি আজ হারিয়েছি,
সেও হয়ত খুঁজে নিয়েছে নিজেকে কোন,
প্রিয় নায়কের বিপরীতে নিজেকে,
দুর্ঘটনার ক্ষত যেমন করে সেরে ওঠে।
হলুদের ছোপ লাগে হেমন্তের বাতাসে,
শীতের আগমনে পাতা সব ঝরে পড়ে,
তবুও তো বসন্ত আবার এসে গেলে,
প্রকৃতি আবার সেজে ওঠে, ফোটে ফুল।
কালের কারাগারে বন্দী হয়ে আছি,
গায়ে তবু পড়ে আছি জীবনের জামা,
সময় খেয়ে যায় আমার স্বপ্ন সব,
তবুও জ্বালিয়ে রাখি চাঁদের জ্যোৎস্না।
আমার এই অবাক কাব্য সংসারে,
শেওলা ধরা পুকুরের ঘাটে বসে,
ঝিনুকের মতো করে, নিজেকে খুলে,
বিশুদ্ধ সকালে, তুলে আনি আগুনের ফুল।
আধাঁরে আলোর কনা হয় দৃশ্যমান,
চেতনার প্রাচীর ডিঙিয়ে ওপারে যাই,
খুঁজে চলি মণি ও মুক্তো, জীবনের বসত,
তবুও সময়ের ঘুণ আমাকেই কেটে চলে।