আমার হৃদয়ে, তুমি পা রাখবার,
অনেক,অনেক দিন আগেই,
আমি দেখেছি অনেক রঙিন পুতুল,
ঘুরেছি এখানে ওখানে, হেসেছি খেলেছি,
তাদের কারো রঙ চটে গেছে সহজেই,
কেউ বা লুটিয়ে ভেঙে পড়েছে ধুলোয়,
আমার মন বসেনি কোন খেলায়,
হয়ত নিজের অজান্তেই, অবচেতনে,
আমি খুঁজেছি তোমায়, মনের পথে।

এখন এই শরৎ শিশির শীতল ভোরে,
যখন আমার বুক বিরান পথের মত,
খাঁ খাঁ করে, দৃষ্টিময় চোখে তাকিয়ে,
ধূসর কায়া, নতুন করে মনে হতে থাকে,
বিচ্ছেদে কাতর, আক্ষেপের তীর,
বিদ্ধ মর্মমূলে, আমি, যেন তোমাকে আমার,
অনেক , অনেক আগেই প্রয়োজন ছিল,
যুগান্তের গাঢ় নীলে, বাসনা পিপাসা,
মৌন শিখা স্পর্শে, চিরপ্রভা দামিনীর সাজে।

অথচ জানি এ অবাস্তব স্বপ্নচারী আমি,
কি এমন ক্ষতি হত, তোমার আমার,
অসীম আকাশের, যদি দেখা হতো,
আমাদের অনেক, অনেক দিন আগেই,
বিভ্রমের লীলাকক্ষে, তোমার সম্পদ স্বপ্নে,
ছায়াচ্ছন্ন উল্লাস, নিমজ্জিত ঘোর অমায়,
আশাবাদ ঝলসায়, প্রস্ফুটিত চৈতন্য প্রবাহে,
নির্মম কালের আগুন, অঙ্গারের স্তুপে,
শত শতাব্দীর, অশ্রু, দৈন্য, শোকে।