নিদ্রাহীন রাতে চোখে নামে স্বপ্ন,
আমি কালিদাসের কাব্য নিয়ে
কথা বলি নিজের সাথেই
আর ভাবি যদি মেঘ সত্যিই
নিয়ে যেতে পারত আমার হৃদয়ের ব্যথা,
আর আমার অনুভব তোমার কাছে।
একা একাই ঘুরি নির্বাসিত মানুষের মতো,
পেছনে পড়ে থাকে তোমার স্মৃতি,
যেমন করে মরুভূমিতে পড়ে থাকে
চলে যাওয়া মানুষের পায়ের চিহ্ন।
রাত্রি যত গভীর হয়ে আসে,
প্রতীক্ষার প্রহর গুনতে থাকি আমি,
তবুও তোমার উপস্থিতি এখনও কুয়াসাবৃত।
নিজেই নিজেকে দহন করি আমি যেমন
পতঙ্গ পুড়ে যায় আগুনকে ভালোবেসে।
যত বেশি করে তোমাকে দেখতে চাই,
প্রত্যাশার আগুনে ভস্মীভূত হয়ে যাই আরো।
শুধু জানি তুমি আমায় ঠেলে রাখলে দূরে,
জানিনা কোন সুখের টানে যাচ্ছ তুমি ভেসে,
আমার স্বপ্নে মেঘ ভাসিয়ে দিলাম তোমার খোঁজে।