হৃদয় কি এক নৌকাবাঁধা ঘাটের মত,
যেখানে, জল শুয়ে শুয়ে স্বপ্ন দেখে,
নাকি সেও, এক উপদ্রুত উৎসবে মেতে ওঠে,
আচ্ছা, হৃদয় কোথায় কোথায় যায়,
তার কি কোন মানচিত্র পাওয়া যায়?
সবসময়, বিজয়ের এক নেশাগ্রস্ততা,
অথবা, তার চেয়েও অনেক অনেক বেশি,
এক উদগ্র অতৃপ্তি, জানিনা প্রেম কি,
জীবনে একবারই আসে, নাকি এক,
অন্ধতম ভ্রমের, শুধু অবিশ্রান্ত খসড়া।
নীল নির্মল আকাশ, অসহ্য সুন্দর,
তবুও আকাশ তো খুবই সংক্ষিপ্ত,
তাই বিস্তার আর বিন্যাসের জন্য,
আমার নিমগ্নতা, সীমান্ত ছিঁড়ে ফেলে,
তবুও উপলদ্ধির ঢেউ, আজ অন্তরমুখী।
অপেক্ষমান, সব নীল প্রজাপতিরা,
দুঃখ আর যন্ত্রণার উপদেষ্টা হয়ে যায়,
ক্লান্ত প্রহরে, দিগন্ত থেকে দিগন্তে,
কাঁপছে কত আকাশ, ইতস্তত ব্যাপ্ত,
হৃদয়, শ্বাসরোধী মিলনের কথা ভাবে।