আজ রাত শেষের এই গহীন ক্ষণে,
কোন সে আওয়াজ ভেসে আসে,
গান কি গায়, কেউ কি কোথাও,
বিষণ্ণ এক সুরে, চাঁদ ডুবে যায়,
অস্তাচলে, নীল আকাশের তলে।

বাতাস তো আজ ঘুমিয়ে আছে,
শীতল, পৌষ নিশির বুকের মাঝে,
তবে কোন সে হাওয়া হঠাৎ করে,
সার্সি ভেঙে, ঘরের পর্দা কাঁপিয়ে তোলে,
এই নিশিরাতে, কোন সে ধ্বনি বাজে।

আমার ঘরে, এক মায়ার মিলন ঘটে,
প্রিয়ার ছায়ার সাথে, কাঁকন যে তার
কেঁদে ওঠে, নূপুর সাথে সাথেই বাজে,
এলো চুলের দুলকি চালে, ঘুম নেই যে,
আমার চোখে, আমার চাঁদের চোখে।

মনের মধু, তেপান্তরের মাঠের পাশে,
খুঁজি যে আজ, বনের ছায়ার মাঝে,
কিশোর বেলার সেই আমি গো,আজ
ছায়ায় মায়ায়, ঘুমিয়ে আছে, পৌষ রাতে,
আওয়াজ হাওয়ায়, আমার বুকের মাঝে।

আকাশে কাতর, চোখটি তুলে, খুঁজি,
আনমনে চেয়ে, দূর বিহ্বল মেঘের পানে,
বিজন তারার মাঝে তোমায়, স্বপন ঘোরে,
কোন সে হেঁয়ালি, এই জীবনের নষ্ট নীড়ে,
হল না আমার জানা, সারাটি জীবন ধরে।