অনেকদিন তোমার সাথে দেখা হয় নি।
জানিনা কোথায় আছ তুমি,
কেমন আছ, কি করছো তুমি?
আমি এখন কাটা ঘুড়ির মত
আকাশে উড়ছি পাগলা হাওয়ার সঙ্গে।
হয়ত আবার কোনদিন দেখা হবে,
চার বছর পরে কিংবা চারশো বছর পরে।
এই জন্মে, না হয় অন্য কোনো জন্মে,
তখনও কি তুমি লাটাই থেকে সুতো ছিঁড়ে দেবে,
আমাকে হাওয়ার সঙ্গে আকাশে ওড়ার জন্যে,
আমার স্বপ্নগুলোকে সাথী করে।
কিংবা লাটাই এ সুতো বেঁধে রেখে
নিজের ইচ্ছামত আমায় উড়াবে।
নাকি লক্ষীসোনা বৌ-এর মত করে
সাজিয়ে রেখে দেবে ঘরে,
বলবে তোমার আকাশে ওড়াও মানা,
স্বপ্ন দেখাও মানা,
তুমি থাকবে শুধু আমার নজরে।