মধুমিতা, আজকের সকালটাও ছিল,
যে কোন সাধারণ একটা সকালের মত,
টাটকা হলুদ রঙের রোদ, সবুজ পাতা,
চড়াই আর শালিকের ওড়াউড়ি, ডাক,
তবুও কি যেন একটা, মনে পড়ছে আমার,
তুমি আমি, আমরা বহুদিন আগে, একদিন,
কোথায় যেন গিয়েছিলাম, ঠিক মনে নেই,
শুধু মনে পড়ে এক বাগানের কথা, বারবার,
বাগানে তুমি আর আমি, আনন্দ ভৈরবী,
কারও মুখ মনে নেই, শুধু গোলাপের ফুল।
আজ ভেজা মাটি, আলের পথ ধরে আমি,
ক্লান্ত পায়ে, ঘোলাটে চোখে মুছে গেছে রোদ,
ছায়ার মত শ্লথ, ঝলসানি নেই, পাখির ডানায়,
বাগানের কোন ছবি নেই, ভবিষ্যতের ভাবনায়,
ভাঙ্গা চুড়ির টুকরো পড়ে, মনের গভীরে,
কান্নার জলের একটা দাগ, গাঢ় খুব গাঢ়,
আমারই ভুল, নাকি ভুল করার অধিকার,
যাদের কাছে, একটা হেঁয়ালি, ক্রমাগত জাল
বোনে, আর সবার আগে চলতে থাকা আমি,
নিজেকে বঞ্চিত রেখে, ক্রমশ পিছিয়ে পড়ি।