জানি তুমি, আমাকে চাও না আর আজ,
শুধু জানিনা, তোমার শরীর আর মনে,
রক্তের পিপাসা কে, সে মেটায় আজ,
শুধু জানি, আমি একা বসে আছি আজ।
আজ কোন জিজ্ঞাসা নেই, ঘুম নেই,
শুধু আছে আজ এলোমেলো আকাশ,
নিরন্তর বৃষ্টি ঝরে, পৃথিবীর মাটির উপর,
মুছে যায় দুপায়ের দাগ, ঘাসের উপর।
তবুও তো ফলে ওঠে পৃথিবীর ঘাস,
কেটে যায় পৃথিবীর রাত্রি আর দিন,
তবুও যতদিন পৃথিবীতে শরীর তোমার,
ততদিন, ফুরাবে না পিপাসা তোমার।
এলোমেলো বিশৃঙ্খলা, এই পৃথিবীতে,
মুছে যায় পথের রেখা, ধুলোর দাগ,
আমার পায়ের তলে, পৃথিবীর ঘাসে,
মুছে যায় আজ, সব পথের পিপাসা।
একদিন ভালবেসে, যদি বারবার, এই মন,
ভালবাসা চায়, তুমি সেই ভালবাসা,
জানি তুমি গেছ চলে, আজ এই বৃষ্টিতে,
আমি, এই পথে এসে, আজ কেন থামি।
আজ এই বৃষ্টিতে, সব কিছু ভিজে যায়,
পথ হারায়, আজ এই জলের তলে,
তবু আমি রয়েছি দাঁড়িয়ে, একদিন, বন্ধুহীন,
তুমি একদিন, এই পথে এসেছিলে।