আজকাল বড় একাকীত্ব বোধ করি,
যেন এক দম বন্ধ করা একাকীত্ব,
প্রতিদিন ছোবল বাড়ে বয়সের,
বুকে যেন হুহু করে ঝড় বয়ে যায়।
নেশার মত চেপে বসে অবসাদ
আমার অস্তিত্বে, শিরায়, উপশিরায়,
শ্রান্ত, ক্লান্ত, তন্দ্রাভরা চোখে আমি
তন্ময় তাকিয়ে থাকি শূন্যতার দিকে।
ভীষন বিবশ হয়ে পড়ে থাকি,
খাদ্যহীন, পিপাসার্ত, অক্ষমের মত,
শত জয়চিহ্নময় দিনগুলির স্মৃতি
প্রতিমুহূর্তে ঠুকরে ঠুকরে খায় আমাকে।
দুঃস্বপ্নের জালে বন্দী করি নিজেকে,
নিজের ছায়ার সাথেই যুদ্ধ করি নিজে,
নিজের গভীরে সব শয়তানেরা জন্ম নেয়,
নিজেকেই আঘাত করে রক্তাক্ত করে তুলি,
যেন পুরে রাখি এক জং ধরা খাঁচায়।
তবুও কেন জানিনা কি যে হয়,
যখন আকাশে উড়ন্ত মেঘেদের দেখি,
যেন সুদূরের ঘ্রাণ ভেসে আসে নাকে,
পুরোনো অহংকার আবার জেগে ওঠে,
শরীরে এক অদ্ভুত চাঞ্চল্য তরঙ্গিত হয়,
অবসাদ ঝেড়ে ফেলে, তুমুল তরঙ্গে ভেসে,
মন আবার প্রকৃত বিহঙ্গ হতে চায়।