মিতা মধুমিতা, তোমার দিন আজ শুরু,
সদ্য ফোটা এক গোলাপ দিয়ে, আর
আমি যেন ভেসে যাওয়া, এক লহমায়,
এক অবসন্ন, বাতিল প্রেমিকের মত,
খর যন্ত্রণার সাথে লড়াই শুরু করি,
আরেকটি দিন, আমি জানি অযৌক্তিক,
তবু খুঁজে ফিরি তোমার সম্প্রীতির ডেরা,
এক অপ্রতিরোধ্য ভয়, আমার ঘরে,
অথচ, কখন তাকে আসতেও দেখিনি।
তোমাকে হারানোর ভয়, ক্রমশ, আমাকে
চেপে ধরে, উদ্বেগ গ্রাস করে চলে মন,
আমি বড় দুর্বল বোধ করি, আমার
হৃদয় ভেঙে পড়ে, ওলোট পালট সর্বক্ষণ,
কত স্মৃতি, গোলাপের পাপড়ির মত,
ঝরে এখন আমাকে ঘিরে, নেশাতুর
আমি তারই ঘ্রাণে, ভ্রান্তির গহ্বরে, ক্রুর,
মরীচিকার চিৎকার, উন্মুখর বেলা শেষে।
দেয়ালের শ্যাওলায় মগ্ন,কয়েক শতাব্দী,
তবু কিছু স্বেদচিহ্ন, কিছু অব্যক্ত কামনা,
রয়ে যায়, আমার অসুখ মন খারাপের,
চোখে মুখে বিষন্নতা, জেগে সর্বক্ষণ,
মনের অন্ধকার যতই গাঢ় হোক, তবু
আমি, ঠিক আলো খুঁজে বার করবই,
আরও কয়েকটি দিন, কিছুটা সময় চাই,
বিবেকের, শক্তিশালী হয়ে উঠতে, তারপর,
তুমি দেখবে, আবার গোলাপ হয়ে ফুটব।