কাল সারারাত, অশান্ত বৃষ্টির পরে,
আরও একটা, অতি সাধারণ সকাল,
প্রতিদিনের মত, এক নতুন সকাল,
জানালার বাইরে, দু একটি চড়াই,
শালিকের ওড়াউড়ি, মেঘলা আকাশ,
সবুজ পাতার ঘ্রাণ, রেডিওতে গান,
এই সকাল, তাকে প্রকৃতই চিনি কি ?
হঠাৎ মনে পড়ে, কাল রাতে আমি,
কোথায় যেন গিয়েছিলাম, কোথায় ?
যেখানে রঙিন কোন স্তব্ধতা ছিল না,
ছায়ার মত কিছু মানুষ, ক্লান্ত শ্লথ গতিতে,
এগিয়ে চলে, ক্রমশ পিছিয়ে পড়ে,
ঘোলাটে ভবিষ্যত, বিদ্ধস্ত ভিটের গায়ে,
আমি কি তাদের চিনি ? উত্তর জানিনা।
সকাল চমকিয়ে, মধ্যরাতে রূপান্তরিত,
আলো ম্লান করে অন্ধকার, সমগ্র সত্তায়,
একটা সবুজ কাঁচের চুড়ি, আলোর পাশে,
ভেঙে পড়ে আছে, বিদ্ধস্ত এই সমাজ,
মনের ভেতর, এক কান্নার দাগের মত,
গাঢ় এক দাগ, উপস্থিতির নিস্তব্ধ অনুপস্থিতি,
হেঁয়ালির অস্পষ্ট ঝালরে, চকচকে একটা ছুরি।