এই পৃথিবীর সেই সব পাখী,
আর সেই সব সুন্দর ফুল,
যারা জেগে ওঠে তোমারই সাথে,
তুমি, ওগো এই পৃথিবীর নারী,
প্রণয় সম্রাজ্ঞী, আজ হয়েছ মলিন,
তুমিও, সন্ধ্যা না আসিতে, তাহাদের সাথে,
হৃদয়ের এক গভীর ছায়ার মাঝে,
এক ধূসর বইয়ের মত সময়ের সাথে।

মল্লিকা, তুমি আজ নেই কোন
চন্দ্রমল্লিকার বনে, জ্যোৎস্নায় মিশে,
আজ কোনদিকে তুমি নেই আর,
এই রাতে আকাশের নিচে, ছাদের উপরে,
আমার শরীর আর পৃথিবীর মাঝে,
শীর্ণ মোমবাতির নিভন্ত আলোয়,
চিন্তার আভা আজ বিলুপ্ত হয়ে যায়,
দুচোখ আমার তবু কিসের সন্ধানে ?

এই পৃথিবীর সমস্ত বেদনা বুকে নিয়ে,
অন্ধকারের আকাশে ওই সাদা মেঘ,
শানিত নির্জন নদী, সে কি তোমার হৃদয় ?
মৃত সূর্যের আলোর মত মনে প্রেম,
ক্রমে ক্রমে আজ মৃত্তিকা হয়ে যায়,
হঠাৎ এ কোন আনন আজ জেগে ওঠে,
আমি জানিনা, এ আনন এই পৃথিবীর নয়,
কালো সমুদ্রের ঢেউ ভাঙ্গে স্বপ্নের বন্দরে।