এই মন, আমাকে দিয়েছে এক ক্ষমতা,
অদ্ভুত এক শক্তি, এক পিপাসার ভার,
করেছে অসহিষ্ণু আমাকে, ব্যর্থতায়,
জীবনের এপারে বসে, বার বার, দেখেছে,
সে মৃত্যুর ওপার, বার বার, ছিঁড়ে যায়,
এই পৃথিবীর বুকে, তার আকাঙ্খার তার,
আঘাতে আঘাতে কেঁপে যায়, বার বার,
একাকী মেঘের মত কেন যেন ভেসে যায়,
শেষ বিকেলের আলোয়, জীবন সন্ধ্যায়।

এই মন, কখনও বাঁধে নি তো কোন নীড়,
এক পাখির মত কোন ডালে হয়ে স্থির,
তবুও ডানায় আঘাত তার, লেগে আছে তীর,
অধীর অন্তরে, অচিন ব্যথায় কঁকিয়ে অস্থির,
তাই কি নীল আকাশের আলো, হৃদয়ে গেঁথে,
মুগ্ধতা অন্ধকারের নক্ষত্রে, ডেকে নেয় তাকে,
এই জীবনের চঞ্চলতা, উড়ে যায় মরণের ওপার,
অন্তরে গভীর অবসাদ, অপূর্ণ ক্ষুধিত গহ্বর,
অন্ধকারে সমুদ্রের মত ভাঙে, অধীর, অস্থির।

এই মন, দুই চোখে স্বপ্ন মেখে নিয়ে, একা একা,
ভোরবেলা, দুপুরের আলোয়, গোধূলি বেলায়,
আঁধার আকাশে চোখ রেখে, কখন গিয়েছে কেটে,
সময় করেছে খেলা, সবাই এসেছে ফিরে নীড়ে,
তবু মনপাখী, ডানা মেলে উড়েছে একাকী,
ছায়ার উপর ছায়া ফেলে, নদীর কিনারে দূরে,
আকাঙ্খার আলোড়নে, নিজেকে দিয়েছে ফাঁকি,
কেউ তারে দেখে নাই, সন্ধ্যার আধাঁরে মন,
দিন তার মুছে ফেলে, অবহেলে, সে স্তব্ধ হয়।