মত্তপ্রলয়ের রাতের শেষে
এ কেমন ভোরবেলা,
শুধু মাটিতে পড়ে থাকা শিউলি,
এ কেমন সান্ত্বনা, আর কিছুই কি নেই?
অথচ কালও তো, কালো সন্ধ্যায়,
মদির ছিল তন্বী রজনীগন্ধা,
সেও তো একই রাতের ফুল।
সোনালী হাসির ঝর্ণা তোমার ওষ্ঠে,
মুখর সে গান কোথায় গেল?
স্তব্ধ তরুর বনে হারিয়েছে চপলমায়া,
ধূসর মেঘের দল একাকার হয়ে
নীল পাহাড়ের কোলে বৃষ্টি হানে।
বাতাসেরা সব পালিয়ে হারায়,
স্তব্ধ নিথর কালো দীঘির জল।
ভ্রান্তি আর শুধু বিভ্রান্তি,
ভবিষ্যহীন আঁধারের শুধু ক্লান্তি,
সূর্যালোকের রেখায় আর জাগেনা,
আজ কোন উজ্জীবনের আশা।
সময়ের ঝুলি আজ শতছিদ্র,
ছেয়েছে কালের হাসির ছায়া,
আমার হৃদয় আকাশে আজ
নেই কোন জীবনের আরাধনা।
আমার প্রেমের আকুলতা আজ
যেন এক প্রজাপতির বিভ্রমন,
উদ্বায়ু মন হয়নি এখনও, তবু
হায়নার হাসি মনে ভাসে,
প্রেম দুঃস্বপ্নেও করেনি যে আশা,
মানিনা প্রাক্তন, মাগিনা এই ভাষা।