এভাবেই কি যাবে, দিন চিরদিন,
মনে আর্তনাদ জেগে ওঠে, অথচ
শোনার মত কেউ নেই আর, জানি
কারো ফরিয়াদ শুনতে চায়না কেউ।
তবু ভগ্নস্তুপে নিমজ্জিত আমি, চিৎকারে
সাড়া জাগাতে চাই বার বার, তাচ্ছিল্যের
হাওয়া উড়িয়ে চলি পথে পথে,আকাশে
নক্ষত্রেরা, চুপিসারে ঘোরে ভয়ে ভয়ে।
মাঝে মাঝে ভাবি, এই বিপন্ন বেলায়,
কথা বলি নিজেরই ছায়ার সাথেই,
সব কিছু জেনে শুনে, তবু কেন এই,
অসহায় ভেসে চলা, বিরূপ স্রোতে।
কোথায় নিয়ে যাবে এই চোরা টান,
টীকা ভাষ্যহীন, তোমার অপূর্ব মুদ্রা,
শুধু মুগ্ধাবেশে চেয়ে থাকি, নির্দ্বিধায়,
আদিম হিংস্রতা খোঁচায়, নীরব আঙ্গিকে।
কপট শাসনে, জ্বলে ওঠে, একরাশ নক্ষত্র,
হৃদয়ের রক্ত সেঁচা গোলাপ, ফুটে ওঠে,
পাঁজরের কাছ ঘেঁষে, মত্ত ভালবাসার,
শিরায় শিরায়, উত্তাপ ছড়িয়ে দিয়ে।
কি মদির, অপরূপ উন্মীলন, গোধূলিতে,
নীরবতা গান হয়ে ওঠে, সত্তা চিরে,
অন্ধকার ঘনিয়ে এলে, আশা রাখি,
খুঁজব তোমার, অকপট দুর্নিবার পূর্ণিমা।