সূর্যোদয় দিলে কেন, তুমি হঠাৎ,
ব্যর্থ অন্ধ রাতই যখন, দেবে দান,
অথচ আমি তো ছিলাম, অন্ধকারে,
সুনসান বিরান এলাকায়, একাকী,
ভষ্মরাশির মত পড়ে, তুহিন বাতাসে,
নিস্পন্দ একা, এক স্তব্ধতায় ভরে।

উদাসীন সারাক্ষণ, জীবন স্পর্শহীন,
নিয়ত চিৎকার, অস্তিত্বের তন্তুজালে,
বেলা যায়, এই রুক্ষ অবেলায়, জাগালে
আমায়, তুমি এক আলোর দিশায়,
তারপর দৃষ্টিপাত, বেজে ওঠে অবসান,
তুমি মধুমিতা, হারিয়ে কোন দূরযাত্রায়।

কেবলই পথের পানে, আজ চেয়ে চেয়ে,
বসে থাকা, শুধু নিয়ে প্রেতের পিপাসা,
অভিশপ্ত জীবনে, যেন সকলই নিষ্ফল,
চির বুভুক্ষিত প্রাণ, পলে, প্রতিপলে,
আমাকে ডুবিয়ে দেয়, জড়ত্বের তলে,
তবু কোন সে সাহসে বেঁচে, দুর্বল দুরাশা।