একদিন তো নয়, বারে বারে,
তোমার সাথে আলাপ হয়েছে,
কত না কাজের, অকাজের ছলে।
আমার আত্মবিহ্বল মনকে,
আমার অস্থির যৌবনকে, তুমি
বারে বারে দিয়ে যেতে দোলা।
আকাশে বিদ্যুৎ চমকের মত
তোমার মুখে, তোমার চোখে,
খেলে যেত যেন এক অমৃতরেখা।
আমিতো প্রাণের জানালায়,
হৃদয়ের দুয়ারে, বারে বারে,
পেয়েছি তার চিরদুর্লভ দেখা।
আজ বৃষ্টিহীন গ্রীষ্মের মত,
তুমিহীন জীবনে, পলকে পলকে,
এক অপরিচিত চকিত বেদনা,
কোন অলক্ষ্যে আকস্মিক যেন,
রেখে যায় পরিচিত শতলক্ষ ঘটনা।
তবুও আকাশের নীল মরুভূমি,
দেখে দেখে দিন যায় কেটে,
সূর্যাস্তের ওপার থেকে, সায়াহ্নের আঁধারে,
ধ্বনিহীন বেদনার সুর ভেসে আসে।