রাতের পৃথিবীতে, আজ বাতাস হিম,
আঁধারের বাঁকে বাঁকে, খুঁজে ফেরে,
চৌকিদার, নিজেকে তারায়, প্রতি রাতে,
নিরুত্তর অমা, প্রশ্নহীন একা একা যায়,
দূরের আকাশে কিছু নক্ষত্র জ্বলে, দূরে,
সারারাত আকাশে নক্ষত্রেরা, সব দেখে,
ঝিঁঝিঁ পোকা ডাকে, কলরব রাত ভর,
শরীরের অন্ধকারে, রাতকে তাড়ায়।

কি সে পাহারা দেবে, রাতের আঁধার,
যে চোর লুকিয়ে থাকে, মনের ভিতর,
কতটুকু আগলানো, চুরি দিনের আলোয়,
যে চোর চুরি করে পাহারার নামে,
চুরি করে, মানুষের মনের বাসনা,
রক্ত জল পরিশ্রমের, ফসল, উপার্জন,
জীবন থেকে চুরি যায় পয়মন্ত রোদ,
স্বপ্ন থেকে পূর্ণিমার রাত, চুরি যায় চাঁদ।

কিসের পাহারা দেবে, ভয়ানক চুরির,
মন থেকে খুলে নেওয়া মানব শরীর,
মাথা থেকে মুছে নেওয়া এয়োর সিঁদুর,
শিশুর থালা থেকে চুরি দুধভাত, হাসি,
অন্ধকার রাতভর, পচা গন্ধ ভাসে বাতাসে,
কবর থেকে চুরি যাওয়া আধ পচা লাশ,
পৃথিবীর অন্ধকারে, খসে পড়ে তারা,
নিজেকে প্রশ্ন করে, চৌকিদার চলে।