চাঁদ উঠেছিল শেষরাতে, নভোদিগন্তে,
তুমি বল নি তো কোন কথা, শুধু
বাণীহীন আকুলতা, দুচোখের পাতা,
কেঁপেছিল, তাতে কি ছিল সেদিন লেখা,
আকাশের চোখে, লেগেছিল এক নেশা,
যে কথা বুঝতে পারিনি সেদিন, আজ
কেন খুঁজে মরা, কেন বসে ভাবা বৃথা।
তবু আজও কেন পথ চেয়ে বসে থাকা,
জানি, তোমার আমার স্মৃতির চরে,
সে ক্ষণ, নতুন পলিতে পড়েছে ঢাকা,
ভস্ম বাসনা নিয়ে, শুধু দীপ জ্বেলে রাখা,
পুরোনো স্মৃতির, শুকনো পাতা যায় ঝরে,
হতাশ আশার, আমার শ্রীহীন জীর্ণ ঘরে,
জানি, উড়ো মেঘে আজ চাঁদ ঢাকা।
উপবাসী প্রাণ, কি দারুণ ক্ষুধায়, খুঁজি
শূন্য নীড়ে, বিস্মরণের নিদারুণ অন্ধকারে,
আকাশ পথের, কোন সে সীমান্তে থেমে,
সীমার ধরণী গড়ি, তোমার লাবণী সনে,
কুমারী আলোক জাগে, শুকতারাতে খুঁজি,
কোন সে ইশারা, হাসিমুখে সব ক্ষয়ে,
থাক সে মনে থাক, তোমার স্মৃতির দাগ।