আজ এই স্তব্ধ সন্ধ্যেবেলায়,
মনের নিস্তব্ধ নদীর কিনারে বসে,
এখন আমার সত্তায় শান্ত ভূমি,
নিস্তরঙ্গ নদী, দিগন্তে লাল আভা।
সূর্য অস্ত গিয়েছে অনেক সময়,
তবু দিনান্তে তার রেশ এখনো বর্তমান,
কিন্তু আমি তো হেলায় ভাসাতে চাই,
দূরে, অনেক দূরে, ঝাউবন পেরিয়ে,
নির্জন বিশাল, নীল সমুদ্রের বুকে,
উত্তাল তরঙ্গে, এক নিরঞ্জন ভেলা।
দিগন্তে এক বাঁশির সুর খেলা করে,
চারিদিক যেন জ্যোৎস্নায় ডুবে তন্ময়,
একাকার হয়ে যায় সব ভগ্নস্তূপময়
আমি যেন এক ধ্যানে সমর্পিত প্রাণ,
অভিষ্টের আশায়, ভূমিতে বসে তবুও,
মাথা চলে যায়, আকাশের নীল মিলিমায়,
ওই নক্ষত্রদের মাঝে, অভিষ্টের খোঁজে।
আমার অভীষ্ট যেন দূরে, ক্রমাগত দূরে,
আরো অনেক দূরে, ক্রমশ আবছা হয়ে যায়।
আমি নতজানু হয়ে বসে থাকি প্রত্যাশায়,
তবু কেন, বার বার আমি ব্যর্থতায়,
কালো হয়ে পড়ে থাকি, নিজেই একলা।