ভুলে গেছি আজ, সেই অলীক আশা,
সেই আদিম মায়াবৃক্ষ, সমূলে উৎপাটিত,
আর কোন বাণী নেই, মন ভোলানোর,
ব্যাপক সংকটে, আমাদের আশার আলো।
যা কিছু সম্বল জমে ছিল, ইতিহাস জুড়ে,
সব তার গেছে চলে, মানবিকতা ভুলে,
মর্মমূলে, কোন সে আজব কীটের বাসা,
আত্মা বন্দী আজ, কুহকিনী ভিডিও কলে।
কোথাও শরণ নেই, শূন্যতার দখল জীবনে,
যৌবন হারিয়ে গেছে, অশ্লীলতার খোঁয়াড়ে,
পথ নেই পালানোর, রুপকথা জীর্ণ ক্রমে,
সাপের বিষাক্ত ছোবল, মেঘের কিনারে।
নেশার খোঁয়ারি কেটে, অন্ধকার হাতড়ায়,
মদির সঙ্গ শেষে, নরকের অবতরনিকা,
বন্ধ্যা তুষারের গণ্ডি ডিঙিয়ে, পেতে চাই,
রোদের জোয়ার, চোখ ভারী হয়ে আসে।
দিনরাত্রি কণ্টকিত, পঙ্খীরাজ চরম উদ্বেগে,
শুয়োরের চোয়ালে সমাজ, চারিদিকে বিস্তার,
অন্ধ মধ্যযুগ, ফিরে ফিরে আসে, নৃশংসতা,
অস্তিত্বের দেয়ালে আঁকা, কারুরই নেই নিস্তার।